অর্থনীতি

বাজেটে নতুন করদাতাদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ন্যূনতম করের পরিমাণ এলাকাভেদে বৃদ্ধি করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষ থেকে ন্যূনতম করের পরিমাণ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করনীতি সংশোধন ও করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২ জুলাই) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে  তথ্য জানান

তিনি বলেন, বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য প্রযোজ্য ন্যূনতম করের পরিমাণ এলাকাভেদে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান’-এ আহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকরদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেন, ‘দেশের কর ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজ করতে আমরা একাধিক সংস্কার এনেছি। স্বল্প আয়ের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারেন এবং নতুন করদাতারা উৎসাহ পান, সে লক্ষ্যেই করমুক্ত সীমা ও ন্যূনতম কর হারের পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কর