ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবং মিষ্টি জান্নাত। বর্তমান সময়ে ঢালিউডের সবচেয়ে আলোচিত মুখগুলোর মধ্যে অন্যতম। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনা-সমালোচনার জন্ম দেয়া শাকিব খানের এবার নতুন সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। যেখানে তার নামের সাথে জড়িয়ে আছে মিষ্টি জান্নাত।
রোববার (০১ জুন) মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেন মিষ্টি জান্নাত। যেখানে ছবিগুলোর মধ্যে দেখা গেছে, শাকিব খান এবং মিষ্টি জান্নাত একসাথে একই ফ্লাইটে বসে রয়েছেন। মিষ্টি জান্নাত ছবির ক্যাপশনে লিখেছেন, “লাভ লাভ” সঙ্গে একটি লাল হার্ট ইমোজি যুক্ত করেছেন, যা আবারও দর্শকমহলে তাদের নিয়ে সম্পর্কের গুঞ্জনের দানা বেঁধেছে।
এই পোস্টটি প্রকাশ হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা। অনেকেই একে শাকিব খানের জীবনে নতুন ‘বিশেষ কেউ’ হিসেবে দেখছেন।কেউ আবার সরাসরি মিষ্টিকে ‘তৃতীয় সতীন’ বলেও মন্তব্য করেছেন। তবে এ মুহূর্তে কেউই নিশ্চিত নয় তাদের এমন মেলামেশায়।অনেকে তো বলছে মিষ্টি জান্নাতের সঙ্গে শাকিব খানের সম্পর্ক কি শুধুই পেশাদারিত্বের নাকি কোনও ব্যক্তিগত সম্পর্কের সূত্রপাত?
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শাকিব খান ও মিষ্টি জান্নাত প্রথম একসাথে কাজ করেন। তারপর থেকে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে মিষ্টি জান্নাত তার কৃতিত্বের সঙ্গে আলোচনায় থাকলেও এবার তার সাথে শাকিব খানের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন উঠে এসেছে। ২০২৩ সালের শেষে শাকিব খান সম্পর্কিত একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল, যেখানে তার তৃতীয় বিয়ের কথা উঠেছিল। তখন থেকেই মিষ্টি জান্নাতের নামটি বেশ জোরালোভাবে উঠে আসে। কারণ, তিনি একদিকে একজন চলচ্চিত্র অভিনেত্রী অন্যদিকে আবার একজন দন্ত চিকিৎসকও।
যদিও মিষ্টি জান্নাত সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে তিনি গুঞ্জনকে পাশ কাটিয়ে ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, কিছু হলেও হতে পারে, সময়ই সব বলে দেবে। এমন বক্তব্য তার ও শাকিব খানের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে অনেকের ধারণা, তারা হয়তো সিনেমা বা অন্য কোনও পেশাদার কাজে একসাথে যেতে পারেন। সত্যি হোক কিংবা মিথ্যা, তাদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত কোনও স্পষ্ট বক্তব্য আসেনি।
এসকে//