খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হেনরিখ ক্লাসেন

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির কথা জানান ক্লাসেন।

ক্লাসেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৮ সালে। তিনি ৩৩ বছর বয়সে অনেকটা হঠাৎ করেই অবসরের সিদ্ধান্ত জানালেন।

বিবৃতিতে ক্লাসেন জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমার জন্য এটা দুঃখের দিন। ভবিষ্যতে নিজের ও পরিবারের জন্য যা ভালো হতে পারে, সেই সিদ্ধান্ত নিতে অনেকটাই সময় লেগেছে। এটা সত্যিই বেশ কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এটা বলতে পারি, আমি এখন পুরোপুরি স্বস্তিতে আছি।

তিন সংস্করণ মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন ক্লাসেন। তিনি ৩২.৪৫ গড়ে সংগ্রহ করেছেন ৩২৪৫ রান। তার ঝুলিতে ১৬ টি ফিফটি, সেঞ্চুরি ৪ টি।

সাদা বলের ক্রিকেটে পরিচিতি পাওয়া ক্লাসেন ওডিআই খেলেছেন ৬০ টি, যেখানে তার সর্বোচ্চ রান ১৭৪, গড় ৪৩.৬৯। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ ৮১ রান করেছেন, সংগ্রহ করেছেন ১০০০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে তার স্ট্রাইকরেট ১৪১.৮৪।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হেনরিখ ক্লাসেন #দক্ষিণ আফ্রিকা