কথায় আছে- A beautiful face wins all. এ প্রবাদটি প্রায় প্রমাণ করে দিয়েছেন তেলেগু, কন্নড়, হিন্দি ও তামিল ভাষার অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা রাশমিকা মান্দানা।
সৌন্দর্যের জন্য ‘জাতীয় ক্রাশ’ তকমা পেয়েছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।
রাশমিকা মান্দানার ছবি মানেই যেনো বক্স অফিসে ব্লকবাস্টার হিট আর ছবিতে কাস্ট করানোর জন্য প্রযোজকদের প্রতিযোগিতা।
তবে শুধু সৌন্দর্যই নয়, রাশমিকা অভিনীত একের পর এক ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে গত কয়েক বছরে তাঁর অভিনীত প্রতিটি ছবিই সফল।
তাঁর প্রতিটি ছবিই কোটি কোটি টাকার ব্যবসা করেছে, তবু রেহাই নেই! দর্শকরা নাকি সন্তুষ্ট নন অভিনেত্রীকে নিয়ে।
এত সাফল্যের মাঝেও নিজে নাকি আলাদা করে পরিচিতি তৈরি করতে পারছেন না অভিনেত্রী।
এ ছাড়াও তাঁর করা চরিত্রগুলি নিয়ে সমালোচনা হয়েছে। জীবনে এমন সময় রশ্মিকারও আসে, যখন মনে হয় জীবনটা যেন উদ্দেশ্যহীন! কখনও কি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছেন!
সম্প্রতি ইনস্টাগ্রামে অভিনেত্রীকে তাঁর এক অনুরাগী নিজের মনের কথা বললেন। রাশমিকার কাছে জানতে চাইলেন, জীবনের চরম কঠিনতম মুহূর্তে যখন বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায় তখন ঠিক কী করেন তিনি?
এমন একটা পোস্ট দেখে অনুরাগীকে তড়িঘড়ি উত্তরও দেন অভিনেত্রী। রাশমিকা তাঁকে প্রথমে জোরে জোরে শ্বাস নেওয়ার উপদেশ দেন।
মান্দানা বলেন, ‘জীবনে সব সময় এমন মানুষদের নিজের চারপাশে রাখো যাঁরা তোমার উপর আস্থা রাখেন।
তা হলে দেখবে দিনটা কেমন কেটে যাচ্ছে। যখন দিনটা পার হয়ে যাবে দেখবে আর কোনও চিন্তা নেই। তার পর নিজের উপর গর্ব হবে।’’
প্রসঙ্গত, ২০১৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর চলচ্চিত্র পরিচালক ঋষব শেঠি রাশমিকাকে রক্ষিত শেঠির বিপরীতে তার কন্নড় হাস্যরসাত্মক প্রণয়ধর্মী কিরিক পার্টি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।
কিরিক পার্টি কন্নড়ের অন্যতম শীর্ষ আয়ের চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। এই সিনেমায় চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে সাইমা পুরস্কার অর্জন করেন।
রাশমিকা ২০১৮ সালে তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন; তিনি তেলুগু হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র চলো–এ নাগা শৌর্যের বিপরীতে অভিনয় করেছিলেন।
পরবর্তীতে বিজয় দেবরকোন্ডার বিপরীতে প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র গীতা গোবিন্দম–এ অভিনয় করেন মান্দানা।
চলচ্চিত্রটি স্বল্প ব্যয়ে নির্মিত হলেও দেশীয় বক্স-অফিসে ১৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
তিনি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র ইয়াজামানা–তে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে ২০২২ সালে বলিপাড়ায় পা রাখেন এই নায়িকা।
পরিচালক বিকাশ বহলের ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় তার।
এই ছবিতে রাশমিকার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন। ছবিতে ঝলমলে অবতারে দেখা যায় রাশমিকাকে।
পরনে লেহঙ্গা, খোলা চুল— একেবারে ভারতীয় নারীর সাজে নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা।
চলচ্চিত্রটি বক্স অফিসে সফল না হলেও সমালোচকদের প্রশংসা কুড়ান এবং দর্শকদের জানান দেন, শিগগিরই তিনি হিন্দি ছবিতে ঝড় তুলবেন।
এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে জি সিনে পুরষ্কার জিতে নেন।
২০২৩ সালে বারিসু, মিশন মজনু ও এনিম্যাল নামে তিনটি মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয় করেন মান্দানা। বারিসু চলচ্চিত্রে তিনি বিজয়ের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন।
সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে নেটফ্লিক্সের হিন্দি চলচ্চিত্র মিশন মজনু–তে তিনি দৃষ্টিহীন নারীর চরিত্রে অভিনয় করেন।
আর সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ চলচ্চিত্রে রণবীর কাপুরের বিপরীতে একজন নিবেদিতপ্রাণ গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন মন্দানা। ‘বারিসু’ ও ‘অ্যানিমেল’ চলচ্চিত্র দুটি বাণিজ্যিকভাবে সফল ছিল এবং সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমাগুলোর তালিকায় স্থান অর্জন করে নেয়।
২০২৪ সালে মান্দানা মারপিটধর্মী ধারাবাহিক চলচ্চিত্র পুষ্পা ২: দ্য রুল–এ শ্রীভাল্লী চরিত্রে অভিনয় করেন। পুষ্পা ২: দ্য রুল ভারতীয় চলচ্চিত্রে বেশ কয়েকটি বক্স-অফিস রেকর্ড গড়ে।
চলচ্চিত্রটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর তালিকায় শীর্ষ স্থান দখল করে। ‘পুষ্পা’ ছবির অভাবনীয় সাফল্যের পর রাশমিকার জনপ্রিয়তা রাতারাতি আকাশ ছুঁয়েছে।
ছবিতে তাঁর ‘শ্রীভাল্লি’ অবতার নজর কেড়েছে দর্শকদের। ছবিতে ‘সামি সামি’ গানে রশ্মিকার নাচ জনপ্রিয়তা পেয়েছে। এই উন্মাদনার মধ্যে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও দেখা যাবে নায়িকাকে।
গেলো ঈদে মুক্তি পায় সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। ফারাহ খানের নৃত্যপরিচালনায় সিনেমার ‘জাহরা জাবিন’গানটিতে সালমান খান ও রাশমিকা মান্দানার জুটি নজর কেড়েছে দর্শকের।
হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ফিল্ম দুনিয়াতেও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। তাই দম ফেলার সময় নেই নায়িকার।
এমআর//