দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশ ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘কুবেরা’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির একটি গানের প্রকাশনা অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন ধানুশ।
তিনি জানান, একটি দৃশ্যের জন্য তাকে ও রাশমিকাকে ময়লার ভাগাড়ে টানা ৬-৭ ঘণ্টা শুট করতে হয়েছিল। সেখানে এই দৃশ্যে রাশমিকার মধ্যে সে একবারের জন্যও বিরক্তি দেখেননি। যখন সে সেই দৃশ্যের জন্য কাজ করেছেন তখন তার মধ্যে এই পেশাদার মনোভাবই তাকে মুগ্ধ করেছে।
তিনি আরও বলেন, অনেকেই ভেবেছে তারা মাস্ক পরে শুট করেছেন। কিন্তু সত্যি বলতে, সেই জায়গাটা খুব তার জন্য অনেক কঠিন ছিল। যখন ধনুশ সেই দৃশ্যের জন্য কাজ করা শুরু করেছিলেন তখন তার শৈশবের কঠিন সময়ের কথা মনে পড়ে গিয়েছিল। তার কাছে সেটি ছিল চরম এক বাস্তবতার। সে যেন ফিরে গিয়েছিল তার শৈশবে, যা তার জন্যে অনেক আবেগের ছিল।
‘টাইপকাস্ট’ চরিত্র নিয়ে প্রশ্নের উত্তরে ধানুশ বলেন, তিনি পরিচালকের নির্দেশ অনুযায়ী কাজ করেন। আর এই কৃতিত্ব তাদেরই।
প্রসঙ্গত, শেখর কামুলার পরিচালনায় ‘কুবেরা’ সিনেমায় ধানুশ, রাশমিকা ও নাগার্জুনা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবির বাজেট প্রায় ৮০–১২০ কোটি রুপি। আর এই সিনেমাটি শুক্রবার (২০ জুন) বিশ্বব্যাপী মুক্তি পাবে।
এসকে//