আজ ( ৫ এপ্রিল ) দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ২৯তম জন্মদিন। ১৯৯৬ সালে ভারতের কর্নাটকের কোডাগু জেলার বিরাজপটে এক কোডাভা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী। আজকের দিনে তিনি তার দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় উদযাপন করছেন।
২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রাশমিকা মান্দানার সিনেমা জগতে পদার্পণ ঘটে। তার অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে তিনি খুব দ্রুতই দর্শকমহলে পরিচিত হয়ে ওঠেন। এরপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা’, ‘সীতা রমম’, ‘ভারিসু’ এর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমায় তিনি অভিনয় করেছেন। আল্লু অর্জুন, সালমান খান, রণবীর কাপুরসহ বড় মাপের তারকাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছেন এই অভিনেত্রী। তার অভিনয়ের দক্ষতা পুরো ইন্ডাস্ট্রিতে তাকে আলাদা এক জায়গা করে দিয়েছে।
রাশমিকা মান্দানার পছন্দের অভিনেতা হিসেবে রয়েছেন রজনীকান্ত , রণবীর সিং , শাহরুখ খান। হলিউড অভিনেত্রী এমা ওয়াটসনও তার প্রিয় তালিকায়। গান শোনার ক্ষেত্রে শাকিরা ও জাস্টিন বিবারের গান তার মনোযোগ কাড়ে। ভ্রমণপ্রিয় রাশমিকা সবচেয়ে ভালোবাসেন লন্ডন শহরটিকে এবং তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে চালের রুটি যা তার অত্যন্ত প্রিয়।
শিক্ষাগত দিক থেকে রাশমিকা মান্দানা মনোবিজ্ঞান , সাংবাদিকতা এবং ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’ এর সহ-অভিনেতা রক্ষিত শেঠির সাথে বাগদান করেছিলেন। তবে ২০১৮ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।
গেলো বছর রাশমিকা মান্দানা ভারতের ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ করা অভিনেত্রী হিসেবে পরিচিত হন। তার অভিনয় এবং জনপ্রিয়তার কারণে বেঙ্গালুরু টাইমসের জরিপে তাকে সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। একাধিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ৪ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নেন, যা তার ক্যারিয়ারের অসাধারণ সাফল্য এবং প্রতিষ্ঠিত অবস্থাকে নির্দেশ করে।
নিজের জন্মদিনের মাস শুরুর আগেই রাশমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন , এটা আমার জন্মদিনের মাস এবং আমি সত্যিই অনেক উত্তেজিত। সবসময় শুনেছি বয়স বাড়লে জন্মদিন উদযাপনে আগ্রহ কমে যায়। কিন্তু আমার ক্ষেত্রে তা সম্পূর্ণ ভিন্ন। বয়স যত বাড়ে , জন্মদিন উদযাপনের জন্য তত বেশি উতলা হয়ে উঠি। বিশ্বাসই হচ্ছে না যে আমি ২৯-এ পা দিলাম। আমি আরেকটি বছর সুস্থ , সুখী এবং নিরাপদে কাটিয়েছি।
সম্প্রতি রাশমিকা ‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন। যদিও বক্স অফিসে সিনেমাটি সেভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। তবে তার জনপ্রিয়তা এবং আগ্রহের পরিমাণ এখনও তুঙ্গে।
এসকে//