মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে নতুন করে শুল্ক বসানোর পর পাল্টা জবাব দিয়েছে চীন। শুক্রবার (৪ এপ্রিল) তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে।
চীনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ত ট্রাম্প। তিনি চীনের এই পক্ষেপকে ‘ভুল সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং এটা ধনী হওয়ার একটি বড় সুযোগ। তবে টানা দুই দিন বিশ্বজুড়ে শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) ওয়াল স্ট্রিটে ডাউ জোন্স সূচক ৫.৫ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫.৯৭ শতাংশ কমে গেছে। একইসঙ্গে ইউরোপ ও এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারেও বড় ধরনের পতন দেখা গেছে।
বিশ্লেষকদের ধারণা, মার্কিন শেয়ারবাজারে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৬ ট্রিলিয়ন ডলার।
এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করেছেন, ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতি বাড়াতে পারে এবং অর্থনীতি প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে।
চীন শুধু পাল্টা শুল্ক আরোপেই থেমে থাকেনি। তারা বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করার হুমকি দিয়েছে এবং চিকিৎসা ও প্রযুক্তি খাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানিতে কড়াকড়ি আরোপের কথাও জানিয়েছে।
চীনের এই পদক্ষেপে ট্রাম্প ফের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘চীন ভয় পেয়ে গেছে, তারা ভুল করছে।’
এমএ//