আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৩৫৪

ছবি: সংগৃহীত

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৩৩৫৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৮৫০ জন। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২২০ জন।  

শনিবার (৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে শুক্রবার (৪ এপ্রিল) মিয়ানমারে আবারও ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। থাইল্যান্ডের আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, শুক্রবার রাতে মিয়ানমারে একাধিক ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ১ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৬-এর মধ্যে।

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয় রাত ১০টা ২৫ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এর আগে, গেলো শুক্রবার (২৮ মার্চ)  দুপুরে ৭.৭ এবং ৬.৪ মাত্রার শক্তিশালী দু’টি ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দালয় থেকে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমার | ভূমিকম্প