উত্তর ইরান ও তাজিকিস্তানে একই সময়ে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দেশ দু’টির বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়।
রবিবার (২০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।
সংস্থাটি জানায়, উত্তর ইরানে ৫.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল, যা কম্পন ও সম্ভাব্য ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দেয়।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় এর প্রভাব স্থলভাগে ছিল উল্লেখযোগ্য।
অন্যদিকে, তাজিকিস্তানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, দেশটিতে ৪.০ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এটি ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬০ কিলোমিটার গভীরে, ফলে এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৮ জুলাই) তাজিকিস্তানে ১০ কিলোমিটার গভীরে ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্বল্প গভীরতায় উৎপত্তি হওয়ায় আফটারশকের ঝুঁকি বেশি থাকে, পাশাপাশি ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়।
এসকে//