দেশজুড়ে

পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে স্বামী জুয়েল রানাকে (৩৮) হত্যা করেছে স্ত্রী তানিয়া আক্তার।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে জুয়েল ও তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়।  বিয়ের পর থেকে সবকিছ ঠিকই ছিলোতাদের তিন সন্তানও রয়েছে। বেশ কিছুদিন ধরে জুয়েলের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার স্বামী এবং ওই নারীকে বুঝিয়েছেন । কিন্তু এতেও কোনও কাজ হয়নি।

বরং বিষয়টি নিয়ে তানিয়াকে তার স্বামী প্রায়ই মারধর করতো। এক পর্যায়ে মারধর সহ্য করতে না পেয়ে গতকাল রাতে কাঠের লাঠি দিয়ে আঘাত করে জুয়েলকে খুন করে তার স্ত্রী তানিয়া। এ ঘটনার পর পুলিশ তানিয়াকে আটক করেছে

সখিপুর থানার ওসি জাকির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমের জেরে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছে তানিয়া।  এর সঙ্গে আর কোনও বিষয় আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে

প্রসঙ্গত, নিহত জুয়েল রানা ওই গ্রামে মজনু সিকদারের ছেলে। এ ঘটনায় জুয়েলের বাবা বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পরকীয়া | টাঙ্গাইল