মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ২৫ বছর পর আবার জয় বাংলা ফিরে আসবেন বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। জয় বাংলা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয়, এটা স্বাধীনতার স্লোগান। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মায়ের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এই ঘোষণা দেন।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আজ আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শপথ করলাম—আজ থেকে আমি ‘জয় বাংলা’ বলব। এটি কারও একার স্লোগান নয়, এটি আমাদের সবার।’
তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে যেসব পরিবর্তন এসেছে—উন্নত রাস্তাঘাট, দালানকোঠা, ঘরবাড়ি—সবই সম্ভব হয়েছে এই স্বাধীনতার জন্য। অথচ আজ এই অর্জনের মূল্য অনেকেই দিতে চায় না, এটিই সবচেয়ে কষ্টদায়ক।’
সম্প্রতি জাতীয় স্মৃতিসৌধে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এটা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই স্লোগান নিয়ে কাউকে হয়রানি করা স্বাধীনতার চেতনার বিরুদ্ধেই যায়।’
কাদের সিদ্দিকীর বলেন, ‘গেলো ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ এটিকে স্বাধীনতার পতন বলে মনে করছেন, কিন্তু আমি একমত নই। এই বিপ্লব যারা ঘটিয়েছে, আমি তাদের এই বিপ্লবকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর মানুষ তাদের স্মরণ রাখতো।‘
তিনি আরও বলেন, ‘আজকের নেতৃত্ব বঙ্গবন্ধুকেও মানে না, জিয়াউর রহমানকেও না। আমাদের মতো মুক্তিযোদ্ধাদেরও মান্য করে না। এটা ভালো কথা নয়।’
এসময় অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় ভাই ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্ত্রী নাসরিন সিদ্দিকী, ছেলে দ্বীপ সিদ্দিকী এবং মেয়েরা—কুঁড়ি ও কুঁশি সিদ্দিকী। এছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
এমএ//