দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে প্রিয় এবং আলোচিত তারকা রাশমিকা মন্দানা। নিজের প্রতিটি চরিত্রে নতুনভাবে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকদের কাছে উপহার দিয়েছেন। তবে এবার এক ভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন তিনি। 'পুষ্পা', 'সীতা রামাম' এবং 'গুডবাই' এর মতো সিনেমায় রাশমিকা যে দক্ষতা এবং বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তা তাকে তার ভক্তদের কাছে ‘জাতীয় ক্রাশ’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবার হাজির হচ্ছেন এক নতুন ভূমিকায় এক ভূতের চরিত্রে।
তামিল সিনেমার জনপ্রিয় হরর-কমেডি সিরিজ ‘কাঞ্চনা’-এর নতুন কিস্তি ‘কাঞ্চনা ৪’-এ রাশমিকার ভূতের চরিত্রে অভিনয়ের গুঞ্জন উঠেছে। দীর্ঘদিন ধরে এই সিরিজটি দর্শকদের মাঝে হাসি এবং ভয়ের মিশ্রণ দিয়ে বিশেষভাবে সফল হয়েছে এবং প্রতিটি কিস্তি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। এবার যখন সিরিজের পরবর্তী কিস্তি আসছে, তখন রাশমিকার ভূমিকাটি দর্শকদের জন্য এক নতুন দিক উন্মোচন করবে। তার পরিচিত রোমান্টিক বা অ্যাকশনধর্মী চরিত্রের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন এই ভূত চরিত্র রাশমিকার অভিনয় শক্তিকে নতুন মাত্রায় তুলে ধরবে।
২০২৫ সালটি রাশমিকার জন্য বিশেষ একটি বছর হতে চলেছে। চলতি বছরেই তার সিনেমা 'চাভা', 'সিকান্দার', এবং 'কুবেরা' মুক্তি পেয়েছে এবং সামনে আরও অনেক আকর্ষণীয় চরিত্রে তাকে দেখা যাবে। এর মধ্যে রয়েছে ‘থামা’, যেখানে তিনি আয়ুষ্মান খুরানার সঙ্গে ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করবেন এবং ‘দ্য গার্লফ্রেন্ড’ এও তার নতুন অভিব্যক্তি ফুটে উঠবে।
সব মিলিয়ে ২০২৫ সালে রাশমিকার যাত্রা শুধুমাত্র তার ভক্তদের জন্য নয় বরং, সিনেমা প্রেমীদের জন্যও একটি বিস্ময়কর অভিজ্ঞতা হতে চলেছে। যদি ‘কাঞ্চনা ৪’ এ তিনি সত্যিই ভূতের চরিত্রে অভিনয় করেন তবে তা তার ক্যারিয়ার এবং ভারতীয় হরর-কমেডি সিনেমার জন্য নতুন উন্মাদনা তৈরি করবে।
এসকে//