ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। যদিও কেউই তাদের সম্পর্ক খোলামেলাভাবে স্বীকার করতে চান না, তবে এখন এটা একরকম ওপেন সিক্রেট হয়ে গেছে। যদিও তারা সরাসরি কিছু বলেননি, তবুও তাদের বিভিন্ন আচরণ এবং সংকেত থেকে স্পষ্ট বোঝা যায় যে, তারা একে অপরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ।
তাদের দুজনের এমন রসায়নে বেশ মুগ্ধই হন দর্শকমহল। তবে দর্শকদের প্রায়ই প্রশ্ন উঠে তারা বিয়ে করছেন কবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় দর্শকদের মন ভেঙ্গে দিয়েছে। কেননা, প্রেম এবং জীবনসঙ্গীর প্রসঙ্গে তিনি কিছুটা আমতা আমতা করেই কথা বলেছে বলা চলে।
সাক্ষাৎকারে বিজয়কে জিজ্ঞাসা করা হয়, তাকে যদি জীবনসঙ্গী পেতে হয়, তাহলে তার মধ্যে কেমন এবং কি কি গুণ থাকতে হবে। উত্তরে বিজয় বলেন, আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না।
তাকে যখন আবার জিজ্ঞাসা করা হয়, রাশমিকার মতো মেয়ে কি আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী মনে করেন? তখন কিছুটা নরম সুরেই কথা বলেন তিনি। এ বিষয়ে সরাসরি কোনও উত্তর না দিলেও তিনি বলেন, যে কোনও ভাল মনের ভাল নারীই আমার জন্য উপযুক্ত।
রাশমিকা জন্মদিন পালন করতে কিছুদিন আগেই ওমানে গিয়েছিলেন। সেখানে সমুদ্রসৈকত থেকে তোলা ছবি তিনি শেয়ার করেছিলেন। ঠিক একই সময়, একই জায়গা থেকে বিজয়ও ছবি শেয়ার করেছিলেন। তখন অনেকেই ধরে নিয়েছিল তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তবে বিজয়ের জীবনসঙ্গীর ব্যাপারে সোজাসাপ্টা কথা বলাতে অনেক অনুরাগীর মধ্যে প্রশ্নের চারা গড়ে উঠেছে। তবে কি তাদের এই সম্পর্কের গুঞ্জন শুধু গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে নাকি আদৌ এর পরিণয় পাবে?
এসকে//