মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মারা গেছে। নিহতের নাম মাহবুব হাসান রিয়াদ (১৪)। সোমবার (০২ জুন) বিকেলে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রানীমুড়া মসজিদের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
রিয়াদের গ্রামের বাড়ি জায়ফরনগর ইউনিয়নের মনতৈল। সে প্রবাসী পাখি মিয়ার ছেলে। রিয়াদ স্থানীয় জালালিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রিয়াদ ও তার এক সহপাঠী মিলে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার ওপর দিয়ে সড়ক অতিক্রম করার সময় দুজনই স্রোতে ভেসে যায়। সহপাঠী ফাহিম সাঁতার জানায় প্রাণে রক্ষা পেলেও রিয়াদ সাঁতার না জানায় পানির স্রোতে তলিয়ে যায়।
স্থানীয়রা জানান, খবর পেয়ে স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ খোঁজ করে সোমবার সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান শুরু করে এবং সন্ধ্যার দিকে রিয়াদের মরদেহ উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে,ঘটনাস্থলে উপস্থিত থাকা ফাহিম বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তারা আরও জানান, প্রতি বর্ষা মৌসুমে এ এলাকায় পাহাড়ি ঢল নামে এবং যথাযথ ব্যবস্থা না থাকায় প্রায়শই এলাকাবাসী এই দুর্ঘটনার শিকার হন।
ওসি মুরশেদুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
এসকে//