দাঁড়িপাল্লা প্রতীকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (০৪ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান।
মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকের বিষয়টি ইসি বিবেচনায় নিয়েছে। ২০০৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াতেকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিলো।
তিনি বলেন, প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে। তাই জমায়েত প্রতীকসহ নিবন্ধন ফিরে পাবে।
এর আগে, বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
এমএ//