আন্তর্জাতিক

ঈদের আগমুহূর্তে লেবাননে ইসরাইলের বিমান হামলা

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ঈদুল আযহার পূর্বসন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (০৫ জুন) রাতের এ হামলা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি ড্রোন প্রস্তুতকারী গোপন কেন্দ্র। তাদের দাবি, হামলার আগে আশপাশের ভবন থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যেতে সতর্ক করে ইসরাইল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) আরও জানায়, তারা ইরান-সমর্থিত একটি ইউনিট চিহ্নিত করেছে, যারা গোপনে ‘হাজার হাজার’ ড্রোন তৈরি করছিল।

যদিও হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত ছয় মাস ধরে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তা সত্ত্বেও এই হামলা সংঘটিত হলো। যা এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ফের বাড়িয়ে তুলতে পারে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে অভিহিত করেছেন এবং নিন্দা জানিয়েছেন।

এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, এটি আমাদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনীতির ওপর একটি সুপরিকল্পিত আঘাত। এমন সময়ে এই হামলা চালানো হয়েছে যখন মানুষ ঈদের প্রস্তুতিতে ব্যস্ত এবং পর্যটন মৌসুমও চলছে।

তবে এই ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। এছাড়া ইসরাইলের হামলায় কি পরিমাণ ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আযহা #ইসরাইলি বাহিনী #হামলা