প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল ও আনন্দমুখর চরিত্র রিয়াদ যে জীবনের প্রতিটি মুহূর্তে সবসময় ইতিবাচকতা খোঁজে। এবার এমন চরিত্রে এবার দেখা যাবে অভিনেতা ইয়াশ রোহানকে।
ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ নাটক ‘ভালো থেকো’ তে তার বিপরীতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। যাকে সেই নাটকে আবেগপ্রবণ ও রূঢ় স্বভাবের তরুণী শ্রাবণীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।
এই দুই বিপরীতধর্মী মানুষের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই বিশেষ নাটক। যেখানে সম্পর্ক, ভালোবাসা ও বিচ্ছেদের সংবেদনশীল দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি রচনা করেছেন কান্তি ভূষণ তরফদার এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
নির্মাতা জানান, গল্পটি দুজনের আকস্মিক ভ্রমণ দিয়ে শুরু হয়। পরে রিয়াদ ও শ্রাবণী জুটির প্রথম দেখা হয় কক্সবাজারে। আর সেই অচেনা পরিচয় থেকেই জন্ম নেয় এক ঘনিষ্ঠ সম্পর্ক। যা ধীরে ধীরে পরিণতি পায় বিয়েতে। শুরুটা রূপকথার মতো হলেও বাস্তবতার গল্পে এক কঠিন বাঁক নিয়ে আসে। সম্পর্কের ভেতরে জমতে থাকা ভুল বোঝাবুঝি, মান-অভিমান এবং নিয়তির মোচড় গল্পটিকে আরও বাস্তবমুখী করে তোলে।
নাটকটিতে ইয়াশ ও তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সিএমভি প্রযোজিত এই নাটকটি ঈদের চাঁদরাত থেকেই প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে, এবারের ঈদে তাদের ব্যানারে ১২টি একক নাটক মুক্তি পাবে। এর মধ্যে ‘ভালো থেকো’ অন্যতম বিশেষ নাটক হিসেবে দর্শকদের সামনে আসছে।
এসকে//