আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতের ৪ বিচারকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক দেশ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ৪ বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কঠোর ভাষায় এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন।  

নিষেধাজ্ঞা পাওয়া ৪ বিচারক হলেন --- উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসা, পেরুর লুজ দেল কারমেন ইবানেজ কারানজা, বেনিনের রেইনে এদিলেইদে সোফি আলাপিনি গ্যানসো এবং স্লোভেনিয়ার বেটি হোহলার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বিবৃতিতে বলা হচ্ছে, এসব বিচারক যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নিয়েছেন। তাদের এসব বিপজ্জনক  চিন্তাভাবনা ও ক্ষমতার অপব্যবহার যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ দেশটির মিত্রদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করেছে।

নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা এসব বিচারকদের সম্পদ জব্দ করা হবে। এছাড়া মার্কিন প্রতিষ্ঠানগুলো এসব বিচারকের সঙ্গে কোন ধরনের লেনদেন করতে পারবে না।

নিষেধাজ্ঞার পর একটি বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখান করে সংস্থাটি বলছে, তারা নিষেধাজ্ঞা পাওয়া এসব বিচারকের পাশে আছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #আন্তর্জাতিক অপরাধ আদালত #যুক্তরাষ্ট্র #নিষেধাজ্ঞা