আন্তর্জাতিক

মরক্কোতে আজ ঈদ, কোরবানিতে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ মরক্কো। আজ শনিবার (০৭ জুন) মরক্কোতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে দেশটিতে আজ হবে না কোনো পশু কোরবানি। 

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ এবার ঈদে পশু কোরবানি না করতে রাজকীয় ডিক্রি বা সরকারি নির্দেশনা জারি করেছেন। 

মরক্কোতে গেল কয়েক বছর ধরে চলছে তীব্র খরা ও দুর্ভিক্ষ। এতে দেশটিতে দেখা দিয়েছে গৃহপালিত পশুর সংকট। এখনো কৃষকদের কাছে যেসব পশু আছে সেগুলো রক্ষায় কোরবানি নিষিদ্ধ করে গত বুধবার দেশটিতে রাজকীয় ডিগ্রি জারি করা হয়।

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ জানিয়েছেন, তিনি সকল মরক্কোবাসীর হয়ে কোরবানি দেবেন।

মরক্কোতে এর আগে আরও তিনবার এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। এই নির্দেশনা দিয়েছিলেন বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদের পিতা ও সাবেক রাজা দ্বিতীয় হাসান।

তিনি যুদ্ধ, খরা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তের কারণে এমন নির্দেশনা দিতে বাধ্য হয়েছিলেন। আইএমএফ মরক্কোর সরকারকে শর্ত দিয়েছিল সরকার কোনো খাদ্য পণ্যে ভর্তুকি দিতে পারবে না। এরপরই কোরবানি না দিতে সাধারণ মানুষের প্রতি ডিক্রি জারি করেন তিনি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদুল আজহা #ঈদ #মরক্কো #কোরবানি