দেশজুড়ে

ঈদগাহে যাওয়ার পথে পিষ্ট হয়ে প্রাণ গেল বাবা-ছেলের

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঈদের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে ঈদগায়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। শনিবার (০৭ জুন) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চান মিয়া (৩৫) ও তার পুত্র আব্দুল্লাহ (৫)। চান মিয়া পেশায় একজন বাসচালক এবং বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ‘নাবিল এন্টারপ্রাইজ’ পরিবহনের একজন চালক হিসেবে কর্মরত ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে,  সকাল ৭টার দিকে ঈদের নামাজ পড়তে চান মিয়া তার শিশুপুত্রকে নিয়ে বাড়ি থেকে বের হন। মাত্র ২০০ গজ দূরত্বে অবস্থিত গ্রামের ঈদগাহ মাঠে যাওয়ার জন্য তারা মহাসড়ক পার হচ্ছিলেন। প্রথমে তিনি তার ছেলেকে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডার পার করে দেন। পরে নিজে ডিভাইডার টপকাতে গিয়ে ঢাকাগামী একটি বেপরোয়া বাসের নিচে পড়ে যান। বাসটি এতটাই দ্রুত ছিল যে বাবাকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটিও তার চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই তারা দুজনে মারা যায়। 

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল খালেক জানান, ঘটনার সময় সড়কে যানবাহন কম থাকায় ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। এখনও গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি তবে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এসকে//