আজ পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া-মহল্লায় শুরু হয়েছে পশু কোরবানি। শনিবার (০৭ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিন সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের পর পরই শুরু হয় কোরবানি।
উৎসবমুখর পরিবেশে বাসা বাড়ির সামনে ও গ্যারেজে কিংবা ফাঁকা জায়গায় গরু, ছাগল ও মহিষ জবাই করা হচ্ছে। অন্যদিকে চলছে মাংস কাটা, বণ্টন ও পরিচ্ছন্নতার কাজ। বাড়ির বৃদ্ধি থেকে শিশু সবার মধ্যেই দেখা যাচ্ছে অন্যরকম আনন্দ।
কোরবানির পর বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ইতোমধ্যে দুই সিটি মিলে মাঠে নামানো হয়েছে ২০ হাজারের বেশি পরিচ্ছন্নকর্মী।
রাজধানীতে এবার প্রায় ৭ লাখ পশু কোরবানি হতে পারে। এতে প্রায় ৫০ হাজার টন বর্জ্য উৎপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ঈদের দিন বিকেল ৩টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে সিটি করপোরেশন।
১২ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ইতোমধ্যে দুই করপোরেশনের বর্জ্য, পরিবহন ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
এমএ//