জাতীয়

কারাগারে ঈদ উৎসব

বন্দিদের জন্য থাকছে ৮টি গরু ও ১০টি খাসি

বায়ান্ন প্রতিবেদন

প্রতিবছর ঈদ এলে দেশের কারাগারগুলোতেও তৈরি হয় এক ভিন্নধর্মী উৎসবের আমেজ। বন্দিদের জন্য থাকে বিশেষ খাবারের ব্যবস্থা, স্বজনদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর সুযোগ এবং কখনো কখনো ঘরের রান্না আনার সুযোগও দেওয়া হয়। সেই সঙ্গে আয়োজন করা হয় ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা ধরনের খেলাধুলার। এবারও ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের প্রতিটি কারাগারে এসব বিশেষ আয়োজন করা হয়েছে, যেন বন্দিরাও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সব কারাগারেই বন্দিরা ঈদের বিশেষ খাবারের মাধ্যমে ঈদ আনন্দে মেতে থাকবেন। ঈদুল আজহা উপলক্ষ্যে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে।

রোববার (০৭ জুন) সকালে এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে দুস্থ বন্দিদের জন্য ৬০০টি লুঙ্গি এবং ৮৫০টি টি-শার্ট বিতরণ করা হয়েছে। আজ ঠিকাদারের মাধ্যমে ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে। এছাড়া বন্দিদের জন্য কারাগারে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলার এ কে এ এম মাসুদ বলেন, কেরানীগঞ্জের বন্দিরা ঈদের দিন শুরুতেই সকালে নাস্তায় পেয়েছেন পায়েস ও মুড়ি। দুপুরে মুরগির রোস্ট, গরু ও খাসি (যারা গরু খাবেন না)। এছাড়া কোমল পানীয় সালাদ, পান সুপারি ও মিষ্টান্ন থাকবে। রাতে ভাত মাছ আলুর দম। 

কারাগারে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি বন্দিদের নিয়ে, আর দুটি স্টাফদের।

এর আগে বৃহস্পতিবার (০৫ জুন) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদের দিন আরপি গেটে বন্দির আত্মীয় স্বজনদের মধ্যে উপহার ও সুভিনিয়র বিতরণ করা হবে। ঈদের পরেরদিন বন্দিদের জন্য বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে।

এছাড়া ঈদের ৩য় দিন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের অংশগ্রহণে প্রিজন ম্যারাথন-২০২৫ আয়োজন ও পুরস্কার বিতরণ, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন রয়েছে।

উল্লেখ্য, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের মোট ১৭টি কারাগার ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে। আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে—ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ #কারাগার