আবহাওয়া

আজ আবহাওয়া শুষ্ক থাকবে

বায়ান্ন প্রতিবেদন

ঈদের দিন শনিবার (০৭ জুন) আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হতে পারে। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস।

এবার মৌসুমের এক সপ্তাহ আগেই এসেছে বর্ষা। পাশাপাশি সাগরে নিম্নচাপের কারণে ৩ জুন পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে সাধারণত গড় বৃষ্টি হয় ২৯৮ মিলিমিটার। কিন্তু এ বছর হয়েছে ৪৮৬ মিলিমিটার। এ পরিমান স্বাভাবিকের চেয়ে প্রায় ৬৩ ভাগবেশি।

আবহাওয়াবিদেরা আরও জানিয়েছেন, বর্ষা মৌসুম হওয়ায় সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার থেকে পাঁচদিন মৃদু তাপপ্রবাহ বইতে পারে ।

এ মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তখন আবারও সারাদেশে বৃষ্টির মাত্রা বাড়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ #আবহাওয়া #বৃষ্টি