দেশজুড়ে

ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন মা

বায়ান্ন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকাফেরত এক নারী (মা) তার শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেছে। শুক্রবার (৬ জুন) দুপুরে সুনামগঞ্জ উপজেলার পুরানঘাট পশ্চিমপাড়া মাহারাম গ্রামের নদীপাড়ে এ ঘটনা ঘটে। 

মৃত নারীর নাম নয়ন মনি (২৮)। তিনি উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের বাসিন্দা ও মতিউর রহমানের স্ত্রী।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নয়ন মনি ঈদের ছুটিতে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। তার কোলে তিন বছর বয়সী ছেলে তায়েব হোসেন ছিল। শুক্রবার দুপুরে তাহিরপুরের স্থানীয় একতা বাজার থেকে নৌকায় করে মাহারাম নদী পার হয়ে বাড়ির ঘাটে পৌঁছানোর মুহূর্তে শিশু তায়েব হঠাৎ কোল থেকে পানিতে পড়ে যায়। 

ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন নয়ন মনি। তিনি শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও নৌকায় তোলার সময় অসাবধানতাবশত নিজেই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ও নৌকার মাঝি বহু চেষ্টার পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। 

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শিশুপুত্র #নদীতে পড়ে