দেশজুড়ে

নদীতে নিখোঁজের ২৮ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে চর মোন্তাজ লঞ্চঘাটের পল্টুন এর সাথে ধাক্কা লেগে  ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে যাওয়া জেলে আল-আমিন (৩৫)। মঙ্গলবার (২৪ জুন) নিখোঁজের ২৮ ঘণ্টা পর চরমোন্তাজ লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের সিরাজ খানের ছেলে।

চরমোন্তাজ নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন সমুদ্রে মাছ শিকার শেষে এমবি আসাদুল নামের একটি ট্রলার ১১ জেলেসহ চরমোন্তাজ  লঞ্চঘাটে পৌঁছায়। ট্রলারটি নোঙর করার সময় আল-আমিন রশি হাতে ঘাটে ওঠার চেষ্টা করছিলেন। এসময় পা পিছলে পল্টনের সঙ্গে  মাথায় আঘাত পেয়ে তিনি নদীতে পড়ে ডুবে যান এবং নিখোঁজ হন।

সাথে সাথে নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালায়। জাল টেনে এবং পরে ফায়ার সার্ভিস ডুবুরি দল এবং কোস্টগার্ড এর চেষ্টায়  নৌ-পুলিশ এর সহায়তায় অনেক খোজাখুজি করেও উদ্ধার সম্ভব হয়নি।  ২৮ ঘণ্টা পর, মঙ্গলবার দুপুরে জোয়ার এর পানিতে লাশে ভেসে উঠলে এ স্থানীয়  জেলেরা লাশ দেখে উদ্ধার করে। 

রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, “নিখোঁজ জেলেকে উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়ায় শেষ করে পরিবার এর কাছে হস্তান্তর করা হবে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #লাশ উদ্ধার