পটুয়াখালীর রাঙ্গাবালীতে চর মোন্তাজ লঞ্চঘাটের পল্টুন এর সাথে ধাক্কালেগে ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের সিরাজ খানের ছেলে।
সোমবার (২৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চরমোন্তাজ নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন সমুদ্রে মাছ শিকার শেষে এমবি আসাদুল নামের একটি ট্রলার ১১ জেলেসহ চরমোন্তাজ লঞ্চঘাটে পৌঁছায়। ট্রলারটি নোঙর করার সময় আল-আমিন রশি হাতে ঘাটে ওঠার চেষ্টা করছিলেন। এসময় পা পিছলে পল্টনের সঙ্গে মাথায় আঘাত পেয়ে তিনি নদীতে পড়ে ডুবে যান এবং নিখোঁজ হন।
সাথে সাথে নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালান। জাল টেনে এবং নদীতে নেমে নিখোঁজ জেলের সন্ধান চালান তারা। ইতোমধ্যে তার স্বজন এ স্থানীয় শত শত মানুষ নদীর পাড়ে ভিড় করেছেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, “নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি দল এবং কোস্টগার্ড এর লোক এসেছে, তারাও চেষ্টা করে যাচ্ছে, জোরালোভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে’ ।
আই/এ