দেশজুড়ে

সাগরে ঢেউয়ের তোড়ে জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে মো. হোছেন (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হোছেন ছৌয়াংখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।

সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী ফিশিং ঘাট সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে হোছনসহ কয়েকজন জেলে সাগরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগরে বড় ঢেউয়ের তোড়ে হোছেন নৌকা থেকে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা উদ্ধারের চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী জেলে শামিম আহমেদ বলেন, “নৌকা থেকে ছিটকে পড়ার পরপরই আমরা হোছেনকে উদ্ধার করতে চেষ্টা করি। কিন্তু সাগরের ঢেউ ও স্রোতের কারণে তাকে খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে স্থানীয় জেলেরা হোছেনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজ-খবর নেওয়া শুরু করেছি। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #জেলে