বিএনপি

মবের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা : আমীর খসরু

মবোক্রেসির বিরুদ্ধে বিএনপির শক্ত অবস্থান, সেখান থেকে সরে আসার সুযোগ নেইদলের কেউ এর সঙ্গে যুক্ত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বিএনপি লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন,  বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতির প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এই ধরনের মবোক্রেসির সঙ্গে যারা জড়িত, তা তাদের ব্যক্তিগত সমস্যাএটা বিএনপির সমস্যা নয়।

তিনি বলেন,  লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় সব শঙ্কা দূর হয়েছে। গোটা জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে যুগপৎ আন্দোলনের দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আমীর খসরু