দেশজুড়ে

স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঈদের কেনাকাটা করতে গিয়ে নির্মম হত্যার শিকার হয়েছেন এক যুবক। শুক্রবার (০৬ জুন) রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বাজারে গেলে স্ত্রী এশার সামনেই রুবেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।  

নিহতের নাম রুবেল মিয়া (২৫)। সাভার পৌর এলাকার মৃত রহমত আলীর ছেলে তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল। 

নিহতের স্ত্রী এশা জানান, ঈদের আগে রাতে তারা দুজনে মুরগি কিনতে বাজারে গিয়েছিলেন। বাজার এলাকায় হঠাৎ পরিচিত এক যুবক বাশার মিয়া তাকে রাস্তায় দাঁড়িয়ে নাম ধরে ডাকেন। প্রকাশ্যে এভাবে ডাকতে নিষেধ করলে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় রুবেল এগিয়ে গিয়ে বাশারকে এর প্রতিবাদ করেন। তখন বাশার ও তার ছোট ভাই রাগান্বিত হয়ে ব্যাগ থেকে ধারালো ছুরি ও হাতুড়ি বের করে রুবেলকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। স্ত্রী এশার চোখের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে যান রুবেল।

স্থানীয়রা গুরুতর আহত রুবেলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আশিক ইকবাল বলেন, দায়ীদের ধরতে অভিযান চলছে। তবে শনিবার (০৭ জুন) সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #স্ত্রীর #সামনে #স্বামীকে #কুপিয়ে #হত্যা #