রাজনীতি

ডিসেম্বরেই নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল

ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব এবং সেটিই দেশের জন্য সবচেয়ে কল্যাণকর হবে। বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার যে সময় নির্বাচন দেওয়ার কথা বলছে, তা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। রোজার সময়, গরমের প্রকোপ আর পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল আদৌ উপযুক্ত সময় নয়।’

তিনি আরও জানান, বাস্তব পরিস্থিতি বিবেচনায় না রেখে হঠাৎ করেই নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে, যা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।

রমজানে প্রচার চালানো কঠিন হবে। আমাদের স্থায়ী কমিটি বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করে গত রাতেই অবস্থান স্পষ্ট করেছে। আমরা মনে করি, ডিসেম্বরই সঠিক সময়, বলেন বিএনপি মহাসচিব।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুল দলের শীর্ষ নেতাদের নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ আরও অনেকে।

এর আগে, দীর্ঘ চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার একদিন পরই ফখরুল এই বক্তব্য দেন। শুক্রবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিএনপি বারবার বলেছে দ্রুত একটি নির্বাচন দরকার। আমরা আশা করেছিলাম ডিসেম্বরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। কিন্তু হঠাৎ এপ্রিলের সময় জানানোয় শুধু বিএনপি নয়, পুরো জাতিই হতাশ হয়েছে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #জাতীয় নির্বাচন #মির্জা ফখরুল #বিএনপি