জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন  সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ও তাঁর সহধর্মিণী।

শনিবার (০৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এ সময় তারা প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান এবং কুশলাদি বিনিময় করেন।

সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব—পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, কোরবানির ত্যাগের শিক্ষা ও পারস্পরিক সহমর্মিতার মহান বার্তা নিয়ে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে ঈদের আনুষ্ঠানিকতা। ঈদগাহ ও মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত, আর তাতে অংশ নিয়েছেন লাখো ধর্মপ্রাণ মানুষ।

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সেনাপ্রধান #প্রধান উপদেষ্টা #ঈদুল আজহা