ঈদ উপলক্ষে কেনা নতুন পোশাক ছিল ছোট্ট আছিয়ার জন্য। কিন্তু সেই জামা আর তার গায়ে ওঠেনি। খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এই ছোট্ট শিশুটি। শুক্রবার (০৬ জুন) দুপুরে রংপুর উপজেলার কিসামত মেনানগর সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মজিদুল্লাহ ও আঞ্জুয়ারা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিলেন আছিয়া আক্তার (০৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন আর আছিয়া তখন উঠানে খেলছিল। খেলার ছলে সে বাড়ির পাশের সড়কে চলে গেলে হঠাৎ একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। স্থানীয়রা ছুটে এসে আছিয়াকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রমেকে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মেয়েকে হারিয়ে আছিয়ার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, আমার বাচ্চা প্রতিদিন উঠানে খেলে, আজও তাই করছিল। কে জানতো ও আর ফিরে আসবে না। মোটরসাইকেলওয়ালাটা কোনও দয়া দেখায়নি। মেয়ে আমার চোখের সামনে হারিয়ে গেল।
আছিয়ার বাবা মজিদুল্লাহ বলেন, ওর জন্য নতুন জামা কিনেছিলাম। ভেবেছিলাম এবার একটু ভালোভাবে ঈদ করব। এখন জামা ঝুলে আছে ঘরে, আর ও শুয়ে আছে কবরের মাটিতে।
প্রতিবেশী প্রিয়তুল্লাহ সুমন বলেন, ঈদ এলেই সড়কে মানুষের ভিড় বাড়ে। কিন্তু যান চলাচলের নিয়ন্ত্রণ থাকে না। বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে প্রতিবছরই এমন দুর্ঘটনা ঘটে। এবার আবারও এক নিষ্পাপ ছোট শিশুকে হারাতে হলো।
এসকে//