আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৩, আহত ২০

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইউক্রেনের খারকিভ শহরে বড় ধরনের হামলা করেছে রাশিয়া। শনিবারের এই হামলায় তিনজন নিহত হয়েছেন এবং দুই শিশুসহ আহত হয়েছেন আরও ২১ জন। হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল, ড্রোন ও গাইডেড বোমা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর মতে, হামলায় ব্যবহার করা হয়েছে ২১৫টি ড্রোন ও মিসাইল। এসবের মধ্যে ৮৭টি ড্রোন ও ৭টি মিসাইল ভূপাতিত করা হয়েছে।

আর রাশিয়ার এই হামলাকে ‘সবচেয়ে শক্তিশালী’ হিসেবে আখ্যায়িত করে খারকিভ শহরের মেয়র ইহর তেরেখভ জানান, ইরানের তৈরি ৪৮টি ড্রোন, দুইটি মিসাইল ও ৪টি গাইডেড বোমা দিয়ে ভোরে এই হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, হামলায় আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া শহরের আকাশে এখনো অনেক রাশিয়ার ড্রোন ঘুরছে।

এর আগে, বৃহস্পতিবার শহরটিতে মিসাইল হামলা করে রাশিয়া। এই হামলায় ৪ শিশুসহ আহত হয়েছেন ১৮ ইউক্রেনীয় নাগরিক।

গেলো সপ্তাহে রাশিয়ায় দুই শতাধিক ড্রোন দিয়ে হামলা করে ইউক্রেন। এই হামলায় মস্কোর বেশকিছু বোমারু বিমান ধ্বংস হয়। ওই অভিযানের নাম দেয়া হয়েছিলো অপারেশন স্পাইডার্স ওয়েব।

হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮৫ মিনিট ধরে চলা এই ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে প্রতিশোধের নেয়ার কথা খুব জোরালোভাবে বলেছেন। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউক্রেন #ড্রোন হামলা