দেশজুড়ে

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র উৎস

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঈদের পরদিন বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত এবং তার এক বন্ধু আহত হয়েছে। রোববার (০৮ জুন) রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার নেংটিছেড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম তারেক মাহমুদ উৎস (২৩)।  তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। নিহত উৎস রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার নুরুজ্জামান বকুলের ছেলে। এ দুর্ঘটনায় আহতের নাম জাকির হোসেন (২২)।

গণমাধ্যমকে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছে । 

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে উৎস তার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬ বন্ধুকে নিয়ে তাদের রংপুরের বাড়িতে আসেন। পরেরদিন উৎস তার ৬ বন্ধুসহ তিনটি মোটরসাইকেল নিয়ে দিনাজপুরের কান্তজিউর মন্দির ও নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর ঘুরে দেখার পরিকল্পনা করে। পরে ৬ বন্ধু রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বের হন। তারা বিকালে রংপুর ফেরার পথে নেংটিছেড়া ব্রিজ এলাকায় একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ওভারটেক করতে গিয়ে রংপুর থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহী মিনিবাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।  এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারেক মাহমুদ উৎস নিহত হন । এতে তার অপর এক বন্ধু জাকির হোসেন গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

ওসি মোস্তাফিজার জানান, নিহত উৎসের লাশ রাত ৯টায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্ববিদ্যালয় #মোটরসাইকেল দুর্ঘটনা