দেশজুড়ে

যাত্রীর হাতে সিএনজিচালক খুন, অভিযুক্ত আটক

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

সিএনজি ভাড়া নিয়ে রাজধানীর শনির আখড়ায় যাত্রীর সাথে তর্ক-বিতর্কের পর মারধরের কারণে এক সিএনজিচালক নিহতের ঘটনা ঘটে। নিহতের নাম নাঈম হোসেন (২৫)।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব। 

তিনি জানান, রোববার (০৮ জুন) নাঈমকে বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢামেকে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিএনজি ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ ঘটনার পর দুটি টিম পাঠায় একটি টিম ঘটনাস্থলে এবং অপরটি ঢামেকে। সেখানে নাঈমের মৃত্যুর খবর পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে। 

ওসি আইয়ুব জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা #সিএনজি ভাড়া #সিএনজিচালক নিহত #তর্ক-বিতর্ক