আবহাওয়া

রোদের আগুনে পুড়ছে ঢাকা, স্বস্তি আজও অধরা

বায়ান্ন প্রতিবেদন

নিশ্ছিদ্র আকাশ, থমকে থাকা বাতাস, আর চারদিকে একরাশ উষ্ণতা—রাজধানী ঢাকায় যেন গরম আজ কাব্যের মতো ছড়িয়ে পড়েছে প্রতিটি প্রান্তে। ভোর হতেই শহর জেগেছে এক অস্বস্তিকর গরমে, যেন সূর্য নিজেই প্রতিশোধ নিতে নেমেছে। মেঘের ছায়া থাকলেও, বৃষ্টির দেখা নেই কোথাও। রোদের তেজে ক্লান্ত পথচারী থেকে শুরু করে হাঁসফাঁস করা ঘরবন্দি মানুষ—সবাই খুঁজছে একটুখানি স্বস্তির নিঃশ্বাস।

গতকাল রোববার (০৮ জুন) রাজধানী ঢাকায় তাপমাত্রা ছুঁয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজও সেই উষ্ণতার ধারা অব্যাহত রয়েছে। সোমবার (০৯ জুন) সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে নগরবাসীকে আজ আরও বেশি গরম অনুভব করতে হতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ, যা গরমের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, রোববার রাতে সারাদেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে—আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে স্বস্তির খবর এখনই মিলছে না। রাজশাহী, রংপুর, পঞ্চগড়, ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আজও অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা #আবহাওয়া