আগামী ১৫ জুন থেকে ১৭ জুন কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-৭ সম্মেলন। আর এতে যোগ দেয়ার জন্য শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে কার্নির ওপর খেপেছেন দেশটির শিখ সম্প্রদায়।
জাস্টিন ট্রুডোর সময়ে দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছিলো। সেই অবস্থান থেকে বেরিয়ে এসে নতুন প্রধানমন্ত্রী কার্নির আমন্ত্রণে মোদির এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রী কার্নির সমালোচনা করছেন কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের একাংশ। তাদের অভিযোগ, শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে ভারত সরকারের ওপর। এ ঘটনার তদন্তও চলছে। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো ঠিক হয়নি।
মোদিকে আমন্ত্রণের কারণ হিসেবে প্রধানমন্ত্রী কার্নি বলেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ। দেশটি পৃথিবীর জনবহুল দেশ ও বিশ্বের সরবারহ ব্যবস্থায় ব্যাপক গুরুত্বপূর্ণ। জি -৭ সম্মেলনে অনেক গুরুত্বপুর্ণ বিষয় আলোচনা হবে। যেখানে ভারতের থাকাটা জরুরী।
এনএস/