স্বাস্থ্য

মেট্রোরেলে ভ্রমণের সময় মাস্ক পরার অনুরোধ

ছবি: বায়ান্ন টিভি

সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়ায় মেট্রোরেলে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

সোমবার (৯ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রীদের মাস্ক পরিধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ এড়াতে মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রলে এই বার্তাটি প্রচার করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, ঈদের ফিরতি যাত্রায় সব যাত্রীকে মাস্ক পড়ার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। 

দেশে সর্বমোট ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার, ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০ লাখ ৫১ হাজার, ৭৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ১৯ হাজার ৩৭৬ জন সুস্থ হয়েছেন এবং ২৯ হাজার ৫০০ জন মারা গেছেন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা #রাজধানী #স্বাস্থ্যবিধি #মেট্ররেল #করোনা #করোনা ভাইরাস #কোভিড ১৯ #করোনা ২০২৫