শেরপুরে একটি মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মারা গেছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে নালিতাবাড়ি উপজেলার উত্তর কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আসাদুজ্জামান (0৭)। সে উত্তর কালীনগর গ্রামের সোহেল রানার ছেলে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। বিষয়টি নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আসাদুজ্জামানসহ কয়েকজন শিশু স্থানীয় একটি পোলট্রি খামারের পাশের গাছে খেজুর পাড়তে যায়। খেজুর পেড়ে বাড়ি ফেরার সময় শিশুটি খামারের সীমানা প্রাচীরের কাছে পৌঁছালে সেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া জিআই তারে হাত দেয়। এর ফলে মুহূর্তেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ওসি সোহেল রানা জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসকে//