আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশে সফরের জন্য পাকিস্তানের দল ও সূচি ঘোষণা

বাংলাদেশে সফরের জন্য পাকিস্তানের দল ও সূচি ঘোষণা

আগামী মাসে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সে সফরকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সাথে চূড়ান্ত হলো সিরিজের সূচি।

ওয়েস্ট ইন্ডিজে আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে বাংলাদেশের এই সফরকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে পাকিস্তান। যুব বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ ইজাজ আহমেদের সঙ্গে আলোচনা করে সফরের জন্য ২০ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। দলটি তারা সাজিয়েছেন ৯ ব্যাটসম্যান, ২ উইকেটরক্ষক, ৪ স্পিনার এবং ৫ জন পেসার নিয়ে।

২০ সদস্যের দলটিতে রয়েছে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ৬ পাকিস্তানি ক্রিকেটার। তারা হচ্ছেন–  আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, ফাহাদ মুনির, কাসিম আকরাম, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ ও তাহির হুসাইন।

এপ্রিলের ১২ তারিখ বাংলাদেশে পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর ১৬ থেকে ১৮ এপ্রিল অনুশীলন করবে। আর সিলেটেই চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে খেলবে সফরকারীরা। এছাড়া শেষ দুই ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল
আব্বাস আলি, আবদুল ফাসিহ, আবদুল ওয়াহিদ, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ শেহজাদ, কাশিম আকরাম, রিজওয়ান মেহমুদ, হাসিবুল্লাহ, রেজা উল মোস্তাফা, আলিয়ান মেহমুদ, আলি আসফান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, আসিম আলি, মুনিব ওয়াসিফ, তাহির হোসেন, জিশান জামির।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশে | সফরের | জন্য | পাকিস্তানের | দল | ও | সূচি | ঘোষণা