দেশজুড়ে

জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ৪ টি টিয়া মাছ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক (৪০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪ টি টিয়া মাছ বা প্যারট মাছ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা এগারোটার দিকে এ মাছগুলো আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়। 

গতকাল কুয়াকাটা সংলগ্ন  বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় এ মাছগুলো ওই জেলের জালে ধরা পড়ে। ৫৮ দিনের সামুদ্রিক অবরোধ শেষে  গতকাল রাতে তিনি চট্রগ্রামের বাঁশখালি থেকে আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জেলেসহ সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গিয়েছিলেন।

 ৪ টি মাছের ওজন ৫ কেজি। মাছগুলো নিয়ে আসার পর এক নজর দেখতে ওই আড়তে ভীড় করে উৎসুক জনতা। পরে বড় পোয়া মাছের সঙ্গে নিলামের মাধ্যমে ৫ শ' টাকা কেজি দরে এ মাছগুলো ক্রয় করেন আব্দুল্লাহ নামের এক পাইকারী মাছ ব্যবসায়ী।

স্থানীয়ভাবে মাছ গুলোকে টিয়া বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। এসব মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায় । বাংলাদেশে ১৯৯৫ সালে মাছটি শনাক্ত করা হয়েছিলমাছের মুখের দিকটা গোলাকৃতির। দেখতে টিয়া পাখির মতো বলে জেলেরা একে টিয়া মাছ নামে ডাকে বলে  জানিয়েছে জেলা মৎস্য বিভাগ

জেলা মৎস্য বিভাগ জানায়,  বিরল প্রজাতির এ মাছ ভারত মহাসাগরে বেশি মেলে। সাগরে পাথরের আবরণ থেকে শ্যাওলা খেতে অভ্যস্ত এ প্রজাতির মাছ। শ্যাওলার সঙ্গে থাকা ক্যালসিয়াম খাদ্য হিসেবে গ্রহণ করায় এর আঁশ খুব মজবুত ও পুরু হয়। এ মাছ সাধারণত ১২ থেকে ২০ ইঞ্চি দৈর্ঘ্যের হয়ে থাকে। তবে ১ মিটারেরও বেশি দৈর্ঘ্যের টিয়া মাছও পাওয়া যায়। এদের দেহে নীল ডোরা কাটা দাগ ও লেজের মাঝখানে উজ্জ্বল সোনালি-হলুদ রঙ দেখা যায়।

 

আই/এ