ইসরাইলের অতর্কিত হামলার জবাবে এবার পাল্টা হামলা চালিয়েছে ইরান। গেল কয়েকঘণ্টায় ইরান ইসরাইলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।
শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই। তবে ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরাইলের মাটিতে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।
এর আগে শুক্রবার ভোররাতে দফায় দফায় ইরানে হামলা করে ইসরাইল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে এরই মধ্যে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে ঘোষণা করেছেন, এই হামলার মূল লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতাকে নিষ্ক্রিয় করা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
এমএ//