গাজায় চলমান সহিংসতার পাশাপাশি ইরানে ইসরায়েলের সামরিক হামলার কড়া সমালোচনা করেছে সৌদি আরব। শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই হামলার কঠোর নিন্দা জানাচ্ছে রিয়াদ। বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী।
এদিন সকালেই ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল। তেলআবিবের দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতেই এই অভিযান চালানো হয়েছে।
‘রাইজিং লায়ন’ নামে চালানো এই সামরিক অভিযানে ইরানের সেনা কমান্ডার ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোকে মূল লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। পাল্টা জবাবে ইরান থেকেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
এমএ//