ইসরাইলকে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে ইসরাইলের পক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ফ্রান্স বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমনকি যুক্তরাজ্যও ইসরাইলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানে আগ্রাসী হামলা শুরু করে দখলদার ইসরাইল। ভয়াবহ এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এছাড়া দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। জবাবে ইসরাইলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে হামলা চালাচ্ছে তেহরান।
এমএ//