পানিতে ডুবে গেল শনিবার (১৫ জুন) গোপালগঞ্জ, ঝালকাঠি ও বাগেরহাটে ৪ জন মারা গেছে। এদের মধ্যে দুটি শিশু, একজন বৃদ্ধ এবং চট্টগ্রামের এক ঝরনা থেকে পড়ে এক কিশোর মারা গেছে।
গোপালগঞ্জের কোটালিপাড়ায় পুকুরে ডুবে এক শিশু মারা গেছে। নিহতের নাম সোহান শেখ (১৪)। উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য কামাল শেখ জানান, দুপুর ১১টার দিকে সোহান বাড়ির উঠানে খেলছিল। একসময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝালকাঠির নলছিটিতে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।নিহতের নাম রাফসান হাওলাদার (৫)। উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং রাফসান বাড়ির পাশের পুকুরে খেলা করছিল। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। রাফসানের মা যখন তাকে না পেয়ে খুঁজতে শুরু করেন, তখন পরিবারের সদস্যরা পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছে।নিহতের নাম রতন মোল্লা (৭০)। উপজেলার গাফরা চরপাড়া এলাকায় দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রতন মোল্লা নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সহস্রধারা ঝরনায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে র এক কিশোর মারা গেছে। নিহতের নাম তাহসিন আনোয়ার (১৬)। নিহত কিশোর নোয়াখালী জেলার লক্ষ্মীপুর এলাকার আনোয়ার কবিরের ছেলে এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। সে তার বন্ধুদের সঙ্গে ঝরনায় ঘুরতে গিয়ে দুর্ঘটনাবশত ঝরনায় পড়ে যায় এবং পানিতে তলিয়ে যায়।
এসকে//