আন্তর্জাতিক

ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান, আরও দুই গুপ্তচর আটক

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরকে ফাঁসি দিয়েছে ইরান। ওই গুপ্তচরের নাম ইসমাইল ফিকরি। ২০২৩ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে ইরান।

সোমবার (১৬ জুন) সকালে ফাঁসি কার্যকর হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস।

দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে তেহরান টাইমস জানায়,  ইসমাইল ফিকরিকে ইরানের শত্রুদেরকাছে গোপন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করার জন্য ফাঁসি দেয়া হয়েছে। ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় দুই মোসাদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন বলে জানা যায়

প্রতইবেদনে বলা হয়,  মোসাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারা যাচাই-বাছাইয়ের পর ফেকরি মোসাদের সাথে কাজ করা শুরু করেন। পরে তাকে "আমির" নামে একজন দ্বিতীয় কর্মকর্তার কাছে নিযুক্ত করা হয় ওই কর্মকর্তা তাকে গোয়েন্দা তথ্য প্রেরণের জন্য একটি নতুন এনক্রিপ্টেড যোগাযোগ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করার নির্দেশ দেন।

তেহরান টাইমস বলছে, ওই কর্মকর্তা আমির ফেকরিকে  ২০২২ সালের জুলাই মাসে তার ফোনে একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট স্থাপনের নির্দেশ দেন যাতে অপারেশনাল সহায়তার অর্থ প্রদান সহজ হয়।

ইসমাইল ফেকরিকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে উদ্ধারকৃত ডিভাইস তদন্ত করে এ প্রমাণ পাওয়া যায়।

 

এদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দুই সন্দেহভাজন ব্যক্তিকে মোসাদকে সহায়তের অভিযোগে আলবর্জ প্রদেশ থেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ড্রোন, বিস্ফোরক, ড্রোন নিক্ষেপের লঞ্চার ও ইলেক্ট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। তারা বিস্ফোরক বানানোর প্রস্তুতির সময় ধরা পরে বলে তাসনিম  নিউজ জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #মৃত্যুদণ্ড #মোসাদ