আন্তর্জাতিক

ইসরাইলকে রুখতে চার দেশ মিলে 'ইসলামিক আর্মি' গঠনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত রুখতে ও দখলদার ইসরাইলের আগ্রাসন রুখতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে ‘ইসলামি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজ

প্রতিবেদনে বলা হয়, ইরানের নেতা মহসেন রেজাই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে ইসরাইল বিরোধী ইসলামিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন।

তিনি জানান, এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মোকাবিলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চতুর্থ দিনের মতো ইরান ইসরাইল সংঘাত চলমান রয়েছে। দুই দেশের মধ্যে দফায় দফায় হামলা পালটা হামলা চলছে।

এর আগে গেল শুক্রবার (১৩ জুন) ইরানে আগ্রাসী হামলা চালায় দখলদার ইসরাইল। ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এ ছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় দখলদার বাহিনী। হামলায় ইরানের সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কমান্ডারসহ অন্তত ২২৪ জন নিহত হয়েছে। 

জবাবে শুক্রবার রাত থেকেই ইসরাইলে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আঘাত হানে তেহরান। ইরানি হামলায় অন্তত ২৪ জন ইসরাইলি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #তুরস্ক #সৌদি আরব #ইসলামি আর্মি