স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৩৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ২৩৪ জন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তী হয়েছেন। সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন,  ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৮ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন ও রাজশাহীতে ৫ জন।

এছাড়া ১৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৪৮৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২২২ জন। এর মধ্যে ৫৭.৩ শতাংশ পুরুষ এবং ৪২.৭ শতাংশ নারী রয়েছেন।  চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু #ডেঙ্গু আক্রান্ত