আন্তর্জাতিক

আবারও পাল্টাপাল্টি হামলা করেছে ইরান-ইসরাইল

ছবি: বিবিসি

টানা চতুর্থ দিনের মতো একে অপরের ওপর আবারও হামলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান ও ইসরাইল। এদিকে ইরানের আকাশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইরানের তাসনিম নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তেল আবিবকে লক্ষ্য করে ইরান মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে।

এদিকে বিবিসি বলছে,  ইসরাইলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানের রাজধানী তেল আবিবেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইরান কিছুক্ষণ আগে তেল আবিব ও অন্যান্য অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

এদিকে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে ট্রাম্ব বলেন,  ‘‘বর্তমানে ইরানের আকাশের ওপর আমাদের সম্পূর্ণ এবং নিখুঁত নিয়ন্ত্রণ রয়েছে।’’ তিনি বলেন, ‘‘ইরানের ভালো মানের আকাশ পর্যবেক্ষণ যন্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল। এসবের সংখ্যাও কম ছিল না। কিন্তু সেগুলো আমেরিকার তৈরি, পরিকল্পিত ও নির্মিত প্রযুক্তির ধারে-কাছেও নয়। এই কাজ আমেরিকার মতো আর কেউ ভালোভাবে করতে পারে না।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান-ইসরাইল