আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক চুল্লিতে ইসরাইলি হামলা

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের আরাক শহরে ভারী পানির (ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত থাকে) পারমাণবিক চুল্লিতে হামলা করেছে ইসরাইল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

এর আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার হুমকি দেয়া হয়েছিল। আরাকে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও। তাদের দাবী এই চুল্লিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনের নকশা রয়েছে। 

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) জানিয়েছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতলীকরণ কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এই উপাদান প্রয়োজন হয়। 

২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর পারমাণবিক চুক্তিতে আরাক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নকশা নতুন করে করার বিষয়ে সম্মত হয়েছিল ইরান। এর মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে ক্রমবর্ধমান উদ্বেগ দূর করার চেষ্টা করা চলে। এমনকি আরাক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নতুন নকশা প্রণয়নে ইরানকে সহায়তা করছিলো যুক্তরাজ্য সরকার।

ইরান বরাবরই জানিয়েছে, তাদের পারমাণবিক প্রকল্প বেসামরিক উদ্দেশ্যে উন্নত করা হচ্ছে। নতুন নকশায় প্লুটোনিয়াম উৎপাদন কমিয়ে আনার চেষ্টা চলছিলো। 

২০১৫ সালে সই হওয়া পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনার এক পর্যায়ে ইরান পশ্চিমা দেশগুলোর কাছে ভারী পানি বিক্রি করতেও রাজি হয়। চুক্তির মাধ্যমে ইরানের কাছে থেকে প্রায় ৩২ টন ভারী পানি কিনেছিল আমেরিকা। এজন্য ৮০ লাখ ডলারের বেশি পরিশোধ করেছে ইরানকে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল